স্বাধীনতার পঞ্চাশ বছরেই বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। তার মধ্যে একটি বৈপ্লবিক অর্জন নিজস্ব পদ্ধতিতে বাংলাদেশের প্রথম রকেট উৎক্ষেপণ।
বাংলাদেশেই প্রথম প্রোটোটাইপ রকেট তৈরি সম্পন্ন করেছিলেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের তরুণ সাবেক মেধাবী শিক্ষার্থী নাহিয়ান আল রহমান অলি ও তার দল। এবং ৭ই ফেব্রুয়ারী ২০২৩, তা সফল ভাবে উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশ গবেষণা নিয়ে DhumketuX কাজ করে যাচ্ছে ভবিষ্যতে যেন পৃথিবীর বুকে বিশ্ব নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে থাকে -এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে।
DhumketuX আংশিকভাবে এবং সম্পূর্ণরূপে পুনঃব্যবহারযোগ্য Launch vehicle তৈরির কাজ করছে যা নিরাপদ, কম খরচে এবং সমস্ত নাগরিক, বাণিজ্যিক এবং প্রতিরক্ষা গ্রাহকদের চাহিদা পূরণ করবে।
DhumketuX Juniors Team ইতিমধ্যে ৭ই ফেব্রুয়ারী ২০২৩ এ ” Dhumketu 0.01 Putimach ( পুঁটিমাছ )( small Prototype)” নামক রকেট উৎক্ষেপণ করে যেটা ভূপৃষ্ঠ থেকে ১ কি.মি. উচ্চতায় উঠতে সক্ষম হয়। Dhumketu 0 series এর আরও কিছু prototype রকেট তৈরীর কাজ চলছে যার মধ্যে আছে,
- ” Dhumketu 0.6 ” যেটা ভূপৃষ্ঠ থেকে ১০ কি.মি. উচ্চতায় উড্ডয়ন করে তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, Meteorological particles , বায়ু প্রবাহ সংক্রান্ত তথ্য দিতে সক্ষম হবে।
- ” Dhumketu 0.7 ” যেটা ভূপৃষ্ঠ থেকে ২০ কি.মি. উচ্চতায় atmosphere কে observe করতে সক্ষম হবে।
- ” Dhumketu 0.9+ (Bayanno 52) ” যেটার ধারনা দিয়ে First Rocketry Innovation Challenge এ winner হওয়ার গৌরব অর্জন করেছে। এটি ১০০ কি.মি. উচ্চতায় উঠতে সক্ষম হবে।
এছাড়াও প্রতিষ্ঠানটি Satellite, Drone, Aircraft নিয়েও কাজ করছে।
In its fifty years of independence, Bangladesh has proven its capabilities in various fields. Among them, a revolutionary achievement is Bangladesh’s self-made rocket.
Nahian Al Rahman Oli and his team completed the development of the first prototype rocket in Bangladesh. And on 7th February 2023, it was successfully launched. DhumketuX is working on space research so that in the future, Bangladesh can lead the world on earth – keeping this noble goal in mind.
DhumketuX is working on developing partially and fully reusable launch vehicles that are safe, cost-effective, and will meet the needs of all civil, commercial, and defence customers.
DhumketuX Juniors Team has already launched a rocket called “Dhumketu Putimach 01 (small prototype)” on February 7, 2023, which is 1 km from the surface. Able to rise in height. A few more prototype rockets of the Dhumketu 0 series are under development, including:
“Dhumketu 0.6,” which is 10 km from the surface. By flying at high altitude, it will be able to provide information regarding temperature, pressure, humidity, meteorological particles, and wind flow.
“Dhumketu 0.7,” which is 20 km from the surface. Able to observe the atmosphere at high altitudes.
“Dhumketu 0.9+ (Bayanno 52)” has won the First Rocketry Innovation Challenge with its concept. It is 100 km. Will be able to rise in height.
The company is also working on satellites, drones, and aircraft.